আজ (সোমবার, ২৮ জুলাই) সকাল ১০টা থেকে ১২ টা অবধি উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১২শ’রও বেশি। ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী নিয়ে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
সকল সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মাণে প্রকল্প জমা দিলেও তা অনুমোদন হয়নি। নিষ্কণ্টক ১শ’ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে সর্বশেষ জমা দেওয়া হয়েছে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প, যেটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায়।
আরও পড়ুন:
আন্দোলনকারীরা বলছেন, পূর্নাঙ্গ ডিপিপি অনুমোদন ও ক্যাম্পাসের কাজ শুরু না হওয়া অবধি চলবে ধারাবাহিক এই কর্মসূচি। আন্দোলনের এই কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১২টি ক্লাস অনুষ্ঠিত হয় একযোগে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে নিজস্ব ক্যাম্পাস নির্মাণের প্রকল্পে অনুমোদন দিয়ে একনেকে পাঠানোর পর পরিদর্শনে আসেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ দূষণের বিষয়ে তার নেতিবাচক প্রতিবেদনের ফলেই প্রকল্পটি অনুমোদন হচ্ছে না উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।