বহিষ্কৃত এনসিপি নেতা মাহিনকে জিএস করে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

মাহিন সরকার
ক্যাম্পাস
শিক্ষা
2

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকারকে জিএস (সাধারণ সম্পাদক) করে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে ২৫ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি (সহ সভাপতি) প্রার্থী করা হয়েছে মো. জামাল উদ্দীন খালিদকে ও এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে আছেন ফাতেহা শারমিন এ্যানি।

মাহিন সরকার বলেন, ‘কোনো অবাস্তব ও অলৌকিক ইশতেহার দেব না। আমরা নির্বাচিত হলে এক বছরের মধ্যে শিক্ষার্থীদের অঙ্গীকার বাস্তবায়ন করবো। এ প্যানেল মন্ত্রীপাড়া কিংবা লন্ডন থেকে নয়, এটি শিক্ষার্থীদের থেকে হয়েছে।’

ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৫টি পদে প্রার্থী ঘোষণা করেছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’।

আরও পড়ুন:

সম্পাদক পদগুলোতে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্রার্থী যারা–

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আশিকুর রহমান

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ফারজানা আক্তার মিতু

আন্তর্জাতিক সম্পাদক: ইমরান মিয়া

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোহতাসিন বিল্লাহ ইমন

ক্রীড়া সম্পাদক: মুহাইমেনুল ইসলাম তকি

ছাত্র পরিবহন সম্পাদক: রাশেদ খান আদিব

সমাজসেবা সম্পাদক: মো. ফাইজুল্লাহ

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মেহেরিন আফরোজ মাইশা

সদস্য: মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভুঞাঁ, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন ও মাসুম বিল্লাহ।

আরও পড়ুন:

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা।

এদিন বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এসএস