ডাকসু নির্বাচন: রিটকারী নারী প্রার্থীকে হুমকিদাতার শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেয়া শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ দাবি জানিয়েছেন।

শিক্ষক নেটওয়ার্কের পক্ষে লিখিত বক্তব্যে তাহমিনা খানম বলেন, ‘হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে। হুমকিদাতা আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

এদিকে ওই নারী প্রার্থীকে হুমকি দেয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। দুপুরে টিএসসি থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে নানা স্লোগান দেয় তারা।

আরও পড়ুন:

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। পরে হাইকোর্ট নির্বাচন স্থগিত করলেও আধা ঘণ্টার মধ্যে ওই আদেশ স্থগিত করে দেয় চেম্বার জজ আদালত।

তফসিল অনুযায়ী, আগামী নয়ই সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

এসএস