শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কুলাঙ্গার বলা হয়েছে। তারা ইঞ্জিনিয়ার না হয়েও নিজেদের ইঞ্জিনিয়ার বলে দাবি করে। শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা নিজেদের প্রকৌশলী দাবি করতে পারেন। অন্য কারো জন্য এটা প্রযোজ্য হবে না।’
কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।
আরও পড়ুন:
এ সময় তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সাত দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলেও দাবি করেন। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটার দাবি তুলছে। প্রকৌশলখাতে যোগ্যতা বিহীনদের কোনো অপচেষ্টা মেনে নেয়া হবেনা। ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে তাই দেশে কোন কোটা প্রথা থাকবে না।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারে না। এখানে ডিপ্লোমা কোটা সৃষ্টি করে রাখা হয়েছে। তারা অবৈধভাবে প্রমোশনের মাধ্যমে আমাদের নিয়োগ সংকুচিত করে রেখেছে।’
এসময় ডিপ্লোমা আন্দোলনের বিরুদ্ধে মেধা ভিত্তিক অবস্থানে থাকতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।