চুয়েটে ডিপ্লোমাদের কটাক্ষে উত্তপ্ত ক্যাম্পাস, বিক্ষোভে শিক্ষার্থীরা

চট্টগ্রাম
চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্যাম্পাস
শিক্ষা
0

ডিপ্লোমাদের দ্বারা বিএসসি প্রকৌশলীদের কটাক্ষের প্রতিবাদে গতকাল বুধবার (২০ আগস্ট) মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অতিক্রম করে পুনরায় স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

আরও পড়ুন:

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের পদ দখল করা কখনো-ই দেশের প্রকৌশল খাতের জন্য মঙ্গলজনক নয়। এতে পুরো খাত ঝুঁকির মুখে পড়বে। এসময় কোটা প্রথা নির্মূল ও কটাক্ষকারীকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

এর আগে, এক সংবাদ সম্মেলনে বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ সম্বোধন করে বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক নেতা।

এসএইচ