ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির বিরোধিতায় বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ক্যাম্পাস
শিক্ষা
0

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বুয়েটের শহিদ মিনার থেকে এ মিছিল বেরা করা হয়। এ মিছিলে তারা তাদের তিন দফা দাবিও তুলে ধরেন।

এ মিছিলের এক পর্যায়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, দেশে আবারও কোটা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। তাদের ৭ দফা দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। পরে তিন দফা দাবি জানান বুয়েটের শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

এর আগে, ২০ আগস্ট রাজধানীর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে উপ সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭ দফা দাবি জানান তারা।

এসএইচ