ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ-ডাকসু নির্বাচনে এবার প্রার্থীর ছড়াছড়ি। ফরম জমা দিয়েছেন ৫০৯ জন প্রার্থী। প্রাথমিক ভাবে ৪৭ জনের প্রার্থিতা ত্রুটিপূর্ণ হওয়ায় বৈধ প্রার্থী ৪৬২ জন। যেখানে শুধু ভিপি পদ প্রার্থী ৪৮ জন, জিএস ১৯ জন আর এজিএস ২৮ জন। তবে এতো প্রার্থীর মাঝে কেউ কেউ আছেন আলোচনার কেন্দ্রে।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সুবক্তা হিসেবে বেশ পরিচিত মুখ। ঢাবি ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক জুলাই গণঅভ্যুত্থানে চানখানপুলে রেখেছেন সাহসী ভূমিকাও। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে শেষ করেছেন অনার্স এবং মাস্টার্স। এখন করছেন এমফিল।
আরও পড়ুন:
ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তিনি। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে অনার্স, মাস্টার্স শেষ করে তিনিও এখন এমফিল করছেন।
ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে অধ্যয়নরত।
ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হবেন আবু সাদিক কায়েম তা অনেকটা আগে থেকেই আভাস ছিল। ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সূর্যসেন হলের শিক্ষার্থী। অনার্স ও মাস্টার্সে তৃতীয় স্থান অধিকারী সাদিক কায়েম জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি এখন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক।
আরও পড়ুন:
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস প্রার্থী এস এম ফরহাদ। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বর্তমান সভাপতি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের কবি জসীমউদ্দিন হলের ছাত্র তিনি। এখন একই বিষয়ে এমফিল করছেন।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। বিজয় একাত্তর হলের এই শিক্ষার্থীর অনার্সে সিজিপিএ ৩.৯৩ এবং মাস্টার্সে ৩.৯৭ ।
গণতান্ত্রিক ছাত্রসংসদের 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে ভিপি প্রার্থী আবদুল কাদের জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির একজন। তিনি বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী। এখন মাস্টার্সে পড়ছেন।
ফজলুল হক মুসলিম হলের ২০১৯-২০ সেশনের ভূতত্ত্ব বিভিন্ন শিক্ষার্থী আবু বাকের মজুমদার। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা।
আরও পড়ুন:
জুলাইয়ের আরেক সংগঠক উমামা ফাতেমা স্বতন্ত্র ভাবে প্যানেল দিয়েছেন ডাকসু নির্বাচনে। 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেল থেকে ভিপি প্রার্থী উমামা কবি সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ সেশনের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এখন মাস্টার্সে পড়ছেন তিনি।
আরও পড়ুন:
জিয়াউর রহমান হলের ২০১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন এখন মাস্টার্সে অধ্যয়নরত। জিএস প্রার্থী মাহিনও জুলাইয়ের সামনের সারির যোদ্ধা। এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত মাহিন সরকারের নেতৃত্ব আরেকটি স্বতন্ত্র প্যানেলের নাম 'সমন্বিত শিক্ষার্থী সংসদ'।
'ডাকসু ফর চেঞ্জ' নাম দিয়ে প্যানেল দিয়েছে ছাত্রঅধিকার পরিষদ। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লাকে সংগঠনের সভাপতি। স্যার এ এফ রহমান হলের ২০১৪-১৫ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এখন মাস্টার্সে পড়ছেন। তিনিও বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন। ডাকসু নির্বাচনের দাবিতে করেছেন অনশনও।
আরও পড়ুন:
২০১৯ এর নির্বাচনে শামসুন নাহার হল সংসদের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি প্রার্থী। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য নিজে কোনো ছাত্রসংগঠনের সাথে সম্পৃক্ত না হলেও এবার প্রার্থী হলেন বাম ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বাধীন 'প্রতিরোধ পর্ষদ' প্যানেল থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু' প্রতিরোধ পর্ষদ' প্যানেল থেকে জিএস প্রার্থী। তিনি জগন্নাথ হলের শিক্ষার্থী। ২০১৫-১৬ সেশনে অনার্সে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ভর্তি হলেও এখনও শেষ হয়নি স্নাতক। পড়ছেন চতুর্থ বর্ষে।
এতো প্রার্থীর ভিড়ে কে কতটা এগিয়ে তা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তা হয়তো আরও পরিষ্কার হবে।