মূলত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে যোগদানের জন্য তিনি আজ রাকসু'র সভাপতি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ।
তিনি বলেন, ‘অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন স্যার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। উপাচার্য সেটি গ্রহণ করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে।’
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ড. আমজাদ হোসেনকে এ পদে নিয়োগ দিয়েছেন। তাকে অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে এ দায়িত্ব দেয়া হয়েছে।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এর মধ্যে যেটি আগে ঘটবে, সে পর্যন্ত এ পদে থাকবেন।