ভোট শেষে পরীক্ষা নিতে প্রশাসনের কাছে ভিপি প্রার্থী সাদিক কায়েমের অনুরোধ

সাদিক কায়েম
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে পরীক্ষা ৯ সেপ্টেম্বরের পর নেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। আজ (রোববার, ২৪ আগস্ট) দুপুরে বিজনেস ফ্যাকাল্টিতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ভিপি প্রার্থী সাদিক কায়েম আশ্বাস দিয়েছেন, প্যানেল জয়ী হলে ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি এবং বন্ধ থাকা ই-লাইব্রেরি পুনঃসচল করার ব্যবস্থা নেবেন।

জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘মিথ্যা প্রচারের মাধ্যমে ইমেজ খারাপ করার চেষ্টা করা হচ্ছে’। তিনি সকল প্রতিযোগীকে মেধার প্রতিযোগিতার আহ্বান জানান।

আরও পড়ুন:

এসময় তিনি এআই ব্যবহার করে তৈরি বাজে প্রচার থেকে বিরত থাকার অনুরোধও করেন।

এর আগে, সকালেই নতুন স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ ঘোষণা করা হয়, যার ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল।

এসএইচ