এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং সদস্য সচিব করা হয়েছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসানকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহিদ মুহাম্মদ রেজওয়ান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।
আরও পড়ুন:
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরের সদস্যদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
এর আগে গত সোমবার (২৫ আগস্ট) ‘মুভমেন্ট ফর ইকসু’ নামে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য জানান, অর্ডিন্যান্স পাস হলে নভেম্বরের মধ্যেই ইকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘আমি শুনেছি আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, তবে এখনও চিঠি হাতে পাইনি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছুটি চলছে, আগামী শনিবার (৩০ আগস্ট) সবাইকে নিয়ে বসে পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।’