জাকসু নির্বাচন: প্রার্থিতা বাতিল হওয়া ১৩ শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ১৩ জনের করা আপিলের শুনানি শেষে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে জাকসু নির্বাচন কমিশন।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহার ও ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচারণা কার্যক্রম। বুধবার (২৭ আগস্ট) বিকেলে আপিলের শুনানি শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানায় জাকসু নির্বাচন কমিশন। 

আরও পড়ুন:

এর আগে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ শুনানি চলে। সোমবার (২৫ আগস্ট) প্রকাশিত খসড়া প্রার্থী তালিকায় যাচাই-বাছাই শেষে বৈধ হয় ২৫৬টি মনোনয়নপত্র, আর বাদ পড়ে ২০টি।

মঙ্গলবার (২৬ আগস্ট) মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। আগামী ১১ সেপ্টেম্বর ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

এসএইচ