ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসবমুখর ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা তৃতীয় দিনে পৌঁছেছে, যেখানে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী, কেউ দলগতভাবে আবার কেউ স্বতন্ত্রভাবে। প্রার্থীরা ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) কিছু প্রার্থী অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু প্রার্থীকে বেশি সুবিধা দেয়া হচ্ছে, যা পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন:

এদিকে দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেল ১০টি প্রধান পরিকল্পনা নিয়ে তাদের ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিমা, কারিকুলাম ও গবেষণার মানোন্নয়ন এবং সহজ ও কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি।

সেজু