রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো; ভোটার তালিকায় প্রথম বর্ষ নিয়ে বৈঠক আজ

রাজশাহী
রাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপাচার্যের সঙ্গে আজকেই বৈঠক করবে বলে জানায় নির্বাচন কমিশন।

এর আগে, আসন্ন রাকসু নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আজ (রোববার, ৩১ আগস্ট) কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন রাবি শাখা ছাত্রদল।

আরও পড়ুন:

এক পর্যায়ে, তাদের এ অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কয়েক দফায় ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

এসএইচ