হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির সামনে সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।
আরও পড়ুন:
বিষয়টি উল্লেখ করে ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্ব ছেড়ে দেবার আহ্বান জানান তারা। এ বিষয়ে তারা জানান, নিরাপদ বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু করতে দ্রুত নির্বাচন দিতে হবে।
এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা।