তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে।
ফরহাদ বলেন, ‘ডাকসুকে নিয়ে কিছু গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। ৯ সেপ্টেম্বর ডাকসু হবে, কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাতে পারবেনা।’
আরও পড়ুন:
এরপর ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে ছাত্রশিবির। সেখানে ফরহাদ বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি বলতে চাই ষড়যন্ত্র অব্যাহতভাবে চলতে থাকলে তাদের বিরুদ্ধে যে আমাদের রায়, সেটি জানান দেয়ার জন্য আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি।’
এর আগে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করার ঘোষণা দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানির এক আদেশে বলা হয়, ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) আইনজীবী মোহাম্মদ শিশির মনির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।