৬ ঘণ্টা পর রেলপথ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাকৃবি শিক্ষার্থীরা

রেলপথের ওপর বসে আছেন বাকৃবি শিক্ষার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
1

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার আশ্বাস দেয়ায় ৬ ঘণ্টা পর রেলপথ থেকে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

এর আগে আজ দুপুরের আগে থেকেই কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ শুরু করেন। এতে ‘মহুয়া কমিউটার’ ফাতেমা নগরে, ‘জামালপুর এক্সপ্রেস’ আউলিয়া নগর, ‘অগ্নিবীণা’ গফরগাঁওয়ে এবং ‘বলাকা কমিউটার’ ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে ছিল।

আরও পড়ুন:

৬ ঘণ্টা পর রেলপথ পথ থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশনার পর কিছু শিক্ষার্থী হল ছাড়লেও, বেশিরভাগ শিক্ষার্থী হলেই অবস্থান করছেন।

এসএস