আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মৌন মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের করিডোর প্রদক্ষিণ শেষে সমাবর্তন মাঠে এসে শেষ হয়।
পরে সবাই একত্রিত হয়ে চোখ বেধে আইন, প্রশাসন, সিন্ডিকেটসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদশর্নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি মৌন প্রতিবাদ ব্যক্ত করেন।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের হামলায় রক্তাক্ত হয়েছে ক্যাম্পাস। যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল, সেখানে প্রশাসন ও শিক্ষকরা নীরব, যা ব্যাথিত করেছে শিক্ষার্থীদের। এ হামলা শুধু ইট-পাথরের ওপর নয়, এটি শিক্ষার্থীদের অস্তিত্ব, স্বপ্ন ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত।
পাশাপাশি এ ঘটনার তদন্তে প্রশাসনের করা ৬ সদস্যের তদন্ত কমিটি যাতে কোনোভাবেই শিক্ষার্থীদের বিরুদ্ধে না যায়, সে বিষয়ে জোর দাবি জানান তারা।
এছাড়া অবিলম্বে সিন্ডিকেট মিটিং ডেকে চলমান সংকট নিরসন করার আহ্বানও জানান শিক্ষার্থীরা।