চবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিবিরের মিছিল-সমাবেশ

চট্টগ্রাম
চট্টগ্রামে শিবিরের সমাবেশ
ক্যাম্পাস
শিক্ষা
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা।

বক্তারা বলেন, আবাসনসহ নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় গ্রামবাসীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ ও বাকবিতণ্ডা হয়। কিন্তু এবার স্মরণকালের সবচেয়ে বড় সংর্ঘষে প্রায় ৫ শতাধিক ছাত্র হতাহত হয়েছে। এ ঘটনায় দৃশ্যমান কোনো বিচার বা গ্রেপ্তার করা হচ্ছে না।

আরও পড়ুন:

তারা বলেন, এ সংর্ঘষের মুল কারণ আবাসন সমস্যা। এছাড়া একটি পক্ষ এ ঘটনাকে পুঁজি করে রাজনীতি করতে চায়। ৫ আগস্টের পর কেউ ক্যাম্পাসে সন্ত্রাস, কেউ চাঁদাবাজি, কেউ টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত।

এসব ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা ও শক্ত অবস্থান না থাকাকে দায়ী করেন ছাত্র নেতারা। এছাড়া অবিলম্বে ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনাও দেন শিবির নেতারা।

এসএইচ