বিপর্যস্ত এক বছর হিসেবে ২০১৪ সালকে নিশ্চিতভাবেই মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি দেখেছিল দল। হারতে হয়েছিল হংকংয়ের কাছেও।
২০২৫ সালের এশিয়া কাপের আগে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ একটিই, যেখানে বাংলাদেশের সঙ্গী হচ্ছে এক তিক্ত অভিজ্ঞতা।
বিগত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টিতে ধারাবাহিক দল হয়ে উঠেছে বাংলাদেশ। শ্রীলংকা-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বড় আসরের আগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকখানি। তবে নিজেদের সবচেয়ে বড় পরীক্ষাটা টাইগারদের দিতে হবে আফগানিস্তানের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেমেসিস হয়ে ওঠা আফগানরা মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত জিতেছে ৭ ম্যাচ। বিপরীতে বাংলাদেশের জয় ৫ ম্যাচে।
আরও পড়ুন:
দুই দলের তুলনামূলক বিচারে প্রায় সব দিক থেকেই পিছিয়ে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের গড় স্কোর ১২৯.৩, বিপরীতে বাংলাদেশের গড় স্কোর ১২৭.৮।
প্রথম ইনিংস বিবেচনায় এ ব্যবধান আরও বড়। আফগানদের বিপক্ষে অবশ্য রান তাড়ায় তুলনামূলক সফল বাংলাদেশ। গড় রান বিবেচনায় সেখানে কিছুটা এগিয়ে লিটন দাসের দল।
পারফরম্যান্স বিচারে সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটের বড় প্রতিপক্ষ শ্রীলংকা। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে ৮ জয় আছে বাংলাদেশের। অবশ্য পরিসংখ্যানের খাতায় ঢের এগিয়ে লঙ্কানরা। দুই দলের রান তোলার গতি কিংবা গড় রান বিবেচনায় খানিকটা পিছিয়ে লিটন দাসরা।
হেড-টু-হেড বিবেচনায় বাকি তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। তবে ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের পরিসংখ্যানের চিত্রটাকে নিশ্চিতভাবেই বদলাতে চাইবে পুরো দল।