মেসিকে ছাড়িয়ে আবারও নিজের জায়গায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে আবারও এককভাবে দুই নম্বরে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে, ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর সঙ্গেই দুই নম্বর অবস্থানে গিয়েছিলেন মেসি। তবে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে গেলেন সিআর-সেভেন। তালিকার শীর্ষে থাকা কার্লোস রুইসকে ছাড়িয়ে যেতে রোনালদোর দরকার আর মাত্র ২ গোল।

পর্তুগালের জার্সিতে দারুণ ধারাবাহিক ক্রিশ্চিয়ানো রোনালদো। জোড়া গোল করে জানান দিলেন বয়স বাড়লেও এখনও গোল ক্ষুধা কমেনি এক বিন্দুও। প্রতিপক্ষের মাঠে শনিবার (৬ সেপ্টেম্বর) ৫-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করলো রোনালদো বাহিনী।

‘এফ’ গ্রুপের ম্যাচটিতে প্রথম মিনিট থেকে একচেটিয়া আধিপত্য ধরে রাখে পর্তুগাল। ম্যাচের ২১ মিনিটে স্কোরলাইনে নাম লেখান রোনালদো। ডানদিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান পেদ্রো নেতো। শূন্যে নিখুঁত ছোঁয়ায় বলের গতিপথ পাল্টে দেন পর্তুগাল অধিনায়ক, বল চলে যায় প্রতিপক্ষের জালে।

আরও পড়ুন:

বিরতির পর খেলা শুরুর ৪৬ সেকেন্ডে দর্শনীয় একটি গোল করেন সিআর-সেভেন। সতীর্থের থ্রু বলে প্রায় ২২ গজ দূর থেকে নেন বুলেট গতির শট, যা আটকাতে পারেননি গোলরক্ষক। এ নিয়ে জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে গোল পেলেন তিনি।

বাংলাদেশ সময় গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে দুবার জালে বল পাঠিয়ে, বিশ্বকাপ বাছাইয়ে ৩৬ গোল নিয়ে রোনালদোর পাশে বসেছিলেন লিওনেল মেসি।

২০১৫ সালের ১৩ জুন ইউরোর বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল পর্তুগাল, সেদিন ৩-২ ব্যবধানে জয়ের পথে দলের তিনটি গোলই করেছিলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ২২২ ম্যাচে রেকর্ড গোলদাতার মোট গোল এখন ১৪০টি।

এসএইচ