এরইমধ্যে ছাত্র সংগঠনগুলো তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা করেছেন। স্বতন্ত্র প্রার্থীরাও জানান দিচ্ছে নিজেদের অবস্থান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচন কমিশনের সদস্যরা।
আরও পড়ুন:
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর সেতাউর রহমান জানান, রাকসু নির্বাচনে মামলায় সাজাপ্রাপ্ত কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন না। তবে মামলায় চার্জশিট-প্রাপ্ত প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ডোপ টেস্টের ফলাফলও গুরুত্বসহকারে দেখছেন নির্বাচন কমিশন। সবকিছু ভালো ভাবে যাচাই-বাছাই করেই আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, রাকসুর বিভিন্ন পদে প্রার্থীরা ৩২২টি মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৬০টি যেখানে ভিপি পদে ২০টি, জিএস পদে ১৫টি ও সিনেট প্রতিনিধি পদে ৬২টি এবং হল সংসদে ৬০৩টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।