রাকসু নির্বাচন: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, বাদ পড়েছেন ৭ জন

রাজশাহী
রাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রাকসু নির্বাচন কমিশন। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ তালিকা প্রকাশ করেন।

তালিকায় দেখা যায় রাকসুতে ২৫৫ জন ও সিনেট প্রতিনিধির ৬০ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তবে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র নানান অসংগতি থাকায় সাময়িক স্থগিত করা হয়েছে। সাতজন প্রার্থীর মধ্যে একজন ভিপি, একজন জিএস, একজন সহকারী সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ, একজন সহকারী সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি পদে, একজন রাকসুর কার্যনির্বাহী সদস্য ও দুইজন সিনেটে ছাত্র প্রতিনিধির পদ সাময়িক স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত হল সংসদের তালিকা প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম জানান, একজন ভিপি ও একজন জিএসসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়ন ফরম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা চাইলে আগামীকালের (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) মধ্যে প্রার্থীদের আপত্তি গ্রহণ করে তা নিষ্পত্তি করা হবে। মূলত প্রার্থীদের মনোনয়ন ফরমে নানান অসংগতি, তথ্যগত ভুল ও ডকুমেন্টস না থাকায় তাদের প্রার্থীতা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:

হল সংসদের বিষয়ে জানতে চাইলে রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘আবাসিক ১৭টি হলের তথ্য আমরা পেয়েছি। যেখানে ছেলেদের ১১টি ও মেয়েদের ছয়টি হলের প্রার্থী রয়েছে। কিছু কিছু হলে কিছু ভুল থাকায় তা সংশোধন করা হচ্ছে। সংশোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন পদে ৩১৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ভিপি-১৯, জিএস ১৪, এজিএস ১৬, ক্রীড়া ৯, সহকারী ক্রীড়া ৬, সংস্কৃতি ১১, সহকারী সংস্কৃতি ৯, মহিলা ৭, সহকারী মহিলা ৮, পরিবেশ ও সমাজকল্যাণ ১২, সহকারী ১৭, বিতর্ক ও সাহিত্য ৭, সহকারী বিতর্ক ও সাহিত্য ৮, বিজ্ঞান ও প্রযুক্তি ১০, সহকারী বিজ্ঞান ৬, মিডিয়া ও প্রকাশনা ১০, সহকারী মিডিয়া ১০, তথ্য ও গবেষণা ১৩, সহকারী তথ্য ৮, নির্বাহী সদস্য ১- ৩৩ নির্বাহী সদস্য ২- ৩৪-৫৫, সিনেট ৬০ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:

এছাড়াও স্বতন্ত্রপ্রার্থীরাও জানান দিচ্ছে নিজেদের অবস্থান। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচন কমিশনের সদস্যরা।

এরইমধ্যে ছাত্রসংগঠনগুলো তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা করেছেন। আজ রাকসু নির্বাচনের জন্য ‘আধিপত্য বিরোধী ঐক্য’ নামে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ। যেখানে ভিপি পদে মেহেদী সজীব ও জিএস পদে সালাউদ্দিন আম্মার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, আগামীকাল প্রাথমিক তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এসএস