এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে তার কার্যালয়ে প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বৈঠকে তাদের ছয় দফা দাবি উপস্থাপন করে। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের সাথে কথা বলে ওই দিন রাতের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও পরে সিন্ডিকেট মিটিংসহ কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানানো হয় নি।
আরও পড়ুন:
এতে দিনের পর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছেন না পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাই দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।