মানচিত্র বলছে, যে এলাকাগুলোর রাস্তায় ফাটল ধরেছে, সেই স্থানগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ আর সেখান থেকে যেকোনো সময় লাভা উদ্গিরণ হতে পারে। বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়তে পারে অনেক স্থানে। মাটির নিচে থাকা শতাব্দী পুরানো ম্যাগমা দেখা দিতে শুরু করেছে। রেইকজানেস উপদ্বীপে গেলো পুরো সপ্তাহজুড়ে হাজারবার ভূমিকম্প হয়েছে। গবেষণা বলছে, এই উপদ্বীপের ভূ-পৃষ্ঠ থেকে ৮০০ মিটার নিচেই আছে ম্যাগমা।
ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পপ্রবণ আইসল্যান্ড। ইউরাশিয়ান আর উত্তর আমেরিকান টেকটনিক প্লেটের অবস্থান এই দেশের নিচে। এই দুই প্লেট প্রতিবছর কয়েক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতির মতো ভয়াবহ পরিস্থিতি গেলো ৫০ বছরে হয়নি। ৮শ' বছরের বিরতির পর ২০২১ সালে রেইকজানেস উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়।