সোমবার সারাদেশে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

ক্যামেরাবন্দি বিদ্যুৎ চমকানোর মুহূর্ত
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশের আট বিভাগের কিছু জায়গায় সোমবার (২১ এপ্রিল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ (রোববার, ২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এই পূর্বাভাসে বলা হয়, কাল (সোমবার, ২১ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এই সময়ের (১২০ ঘণ্টা) শেষের দিকে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।

এছাড়া, সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

এসএইচ