পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ২টার মধ্যে গাজীপুর, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাত চলাকালে ঘরের বাইরে না যেতে পরামর্শ দেয়া হয়। এ ছাড়া বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে, সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করার কথা পূর্বাভাসে বলা হয়েছে।