পূর্বাভাস অনুযায়ী, আজ বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ৪টার মধ্যে বরিশাল, বাগেরহাট, শরীয়তপুর, খাগড়াছড়ি, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, জামালপুর ও শেরপুর জেলার কিছু স্থানে পুনরায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাত চলাকালে ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সতর্কবার্তায় আরো বলা হয়, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যায় সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করতে হবে।