সিলেটের জকিগঞ্জে ও বিয়ানিবাজারে কমেছে ঢলের পানি

সিলেটের বন্যা
এখন জনপদে , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

বৃষ্টিপাত না হওয়ায় সিলেট জেলার দুই উপজেলা জকিগঞ্জে ও বিয়ানিবাজারে কমেছে ঢলের পানি। পাশাপাশি কমেছে নদীর পানিও। তবে এখনো সুরমা-কুশিয়ার কয়েকটি পয়েন্টে এখনো পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তার মধ্যে সুরমার কানাইঘাট পয়েন্টে ৮৮ সেন্টিমিটার, কুশিয়ার অমলশীদ পয়েন্টে ১৮৮ সেন্টিমিটার। আর শ্যাওলা পয়েন্টে ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে ফেঞ্চুগঞ্জে পানি বেড়েছে।

তবে উপজেলা সবগুলোর লোকালয়ের পানি নেমে গেলেও প্রত্যন্ত অঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। ফলে দুর্ভোগে রয়েছেন এই এলাকার অন্তত ২০ হাজার মানুষ।

সেজু