১৬ থেকে ২২ জুন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ১৬ থেকে ২২ জুন পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৩ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. আবুল কালাম আজাদ মল্লিক।

তিনি জানান, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বর্ষাকাল জুড়েই গরমের তীব্রতা অনুভূত হবে। তিনি বলেন, ‘বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে হালকা বা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার আপাতত তেমন কোনো পূর্বাভাস নেই। 

গত কয়েক বছরের আবহাওয়া পর্যালোচনার কথা জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘এবারো গরমের তীব্রতা সারাদেশেই অনুভূত হচ্ছে।’ 

এ ছাড়া, দেশের বিভিন্ন বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা বিভাগেও আংশিক মেঘলা হতে পারে আকাশ।

এসএইচ