তিনি জানান, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বর্ষাকাল জুড়েই গরমের তীব্রতা অনুভূত হবে। তিনি বলেন, ‘বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে হালকা বা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার আপাতত তেমন কোনো পূর্বাভাস নেই।
গত কয়েক বছরের আবহাওয়া পর্যালোচনার কথা জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘এবারো গরমের তীব্রতা সারাদেশেই অনুভূত হচ্ছে।’
এ ছাড়া, দেশের বিভিন্ন বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা বিভাগেও আংশিক মেঘলা হতে পারে আকাশ।