আজ (শুক্রবার, ১৩ জুন) ছুটির দিন হওয়ায় বেশিরভাগ কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে বের হননি।
তবে ঘর থেকে যারা বের হচ্ছেন, তাদের অধিকাংশেরই গন্তব্যে সৈয়দপুর বাস টার্মিনাল। গরমের কারণে শরবতের চাহিদা বেড়েছে।
শুক্রবার বেলা ১২টায় সৈয়দপুর আবহাওয়া অফিসে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জলীয় বাষ্পের মাত্রা ছিল ২৫ পয়েন্ট।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘমালা প্রবেশ করেছে এই অঞ্চলে। রাত থেকে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। মেঘের কারণে রোদ্রের তীব্রতা না থাকলেও ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষজন।