উপকূল ও বঙ্গোপসাগরে দমকা হাওয়ার শঙ্কা; ৩ নম্বর সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রবন্দরের জন্য জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এতে করে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও উপকূলের কাছাকাছি থেকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (সোমবার, ৩০ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় স্থির রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলীয় এলাকায় সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএইচ