আবারও বাড়ছে তাপমাত্রা, বৃহস্পতিবারের মধ্যে লঘুচাপের শঙ্কা

আবহাওয়া ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশজুড়ে টানা বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গেলেও ফের বেড়েছে তাপমাত্রার দাপট। তবে এই অবস্থার মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (১৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৪ মি.মি., চট্টগ্রামে ৪৮, মোংলায় ৪২, রাঙামাটিতে ৩৯ ও কিশোরগঞ্জের নিকলিতে ১৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন অঞ্চলের নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়েছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত গেছে। অন্যদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) ও বুধবার (২৩ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়েও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে, সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার তা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই ধারা এবং সম্ভাব্য লঘুচাপের কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি এলাকায় ভূমিধস বা জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে, যা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এনএইচ