এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন বলেন, ‘শরিফুল গাজীর ভাই অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন রাজু গাজীর বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, রবিবার বিকেলে তালা উপজেলার শাহাপুর এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু গাজী নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কাঠ দিয়ে পিটিয়ে শিক্ষক শরিফুল গাজীকে হত্যা করে। ঘটনার পরপরই এলাকাবাসীর গণপিটুনিতে রাজুও নিহত হয়।
আরও পড়ুন:
তবে স্থানীয়দের একাংশের দাবি, এই হত্যাকাণ্ড শুধুই মানসিক ভারসাম্যহীনতার ফল নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা প্ররোচনাও থাকতে পারে বলে তারা মনে করছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি সব দিক থেকে তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
নিহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ বাদ আসর শাহপুর মাঠে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।