উজানে ভারী বর্ষণের পূর্বাভাস

বৃষ্টির ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

মৌসুমী অক্ষরেখা এবং অনুকূল পরিবেশের কারণে রংপুর বিভাগের উত্তরে উজানে আগামী ৬০ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা, সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট এবং মেঘালয় সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ (সোমবার, ১১ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডাব্লিউওটি) ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, একইসময়ে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, জয়পুরহাট ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের বেশকিছু এলাকায় ও পার্বত্য চট্টগ্রামের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

এছাড়া দেশের বাকি এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত রাতেই সংঘটিত হতে পারে। বৃষ্টিপাতের ক্ষেত্রে উত্তরাঞ্চলে বজ্রপাতের প্রবণতা বেশি থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের সময় বজ্রপাত থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উজানে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে রংপুর বিভাগের নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত কম থাকায় এ সময় ভ্যাপসা গরম উল্লেখযোগ্যভাবে অনুভূত হতে পারে।

এসএস