আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি জানান, শুক্রবার রাত ১০টা থেকে আগামীকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সব জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার মেঘালয় ঘেঁষা অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, শুক্রবার দিনে ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনীতে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোরের কিছু এলাকায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের কিছু এলাকাতেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, রংপুর বিভাগের সব জেলায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হালকা বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।