দিনাজপুরে শীতের তীব্রতা কমায় জনজীবনে স্বস্তি

শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দিনাজপুরে টানা কয়েক দিন তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হলেও আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সূর্য দেখা দেওয়ায় মানুষ কিছুটা স্বস্তি অনুভব করেছে।

আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালকের তুলনায় বেশি। টানা চার দিন সূর্য না ওঠায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল এবং খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষদের জন্য শীতে জীবনযাপন করা চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল।

আরও পড়ুন:

আজ ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা ৯টার পর আকাশ পরিষ্কার হওয়ায় জনজীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে। দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন।

এফএস