রাজশাহীতে জেঁকে বসেছে শীত; তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

রাজশাহী
রাজশাহীতে শীতের সকাল
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

সকালে থেকেই ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এ জনপদের মিলছে না সূর্যের দেখা। আজ (রোববার, ৪ জানুয়ারি) সকালে জেলায় চলতি মৌসুমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন কনকন ঠান্ডা ও ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়লেও মিলেছে না সূর্যের দেখা। ফলে কিছুটা স্থবির হয়ে পড়েছে নগরী জীবন। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।

আরও পড়ুন:

শীত উপেক্ষা করেই জীবিকার তাগিতে কাজ করতে হচ্ছে তাদের। শীতে উষ্ণতা পাওয়ার জন্য নেই তেমন গরম কাপড়। ফলে শীত আরও ভোগান্তি বাড়াচ্ছে তাদের।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়ার দাপট কিছুটা বেড়েছে, সেই সঙ্গে পড়ছে ঘন কুয়াশা।

এফএস