শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়

শীতের সকালে আগুনে তাপ নিচ্ছেন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতেই দাপট দেখাচ্ছে হাড়কাঁপানো শীত। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

টানা ১১ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পথঘাট, ফলে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

টানা শীত আর কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডার কারণে বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের অনেক মানুষ ভোরে কাজে বের হতে পারছেন না, ফলে বাড়ছে তাদের দুর্ভোগ।

আরও পড়ুন:

এদিকে আজ সকাল ৯টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ৮৫ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহ এখনো এক সপ্তাহ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।’

এফএস