কোভিড-১৯ সংক্রমণে ঊর্ধ্বগতি, জনসমাগমে মাস্ক পরার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

করোনা ভাইরাসের প্রতীকী ছবি
স্বাস্থ্য
0

কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ (শুক্রবার, ৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দেশে আবারো করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই আজ সরকারের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

এসএইচ