দেশে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে কোভিড সংক্রমণ

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের চিত্র
স্বাস্থ্য
0

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশাপাশি বাড়ছে কোভিড সংক্রমণের রোগী। আজ (শনিবার, ১৪ জুন) ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের বর্হিবিভাগে রোগীর চাপ দেখা যায়। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে গড়ে প্রতিদিন ১০০ জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন সাপেক্ষে এ সংখ্যা বাড়ানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। সর্দি, কাশি ছাড়াও মৌসুমি রোগের উপসর্গ নিয়ে আসছেন তারা। যদিও হাসপাতাল ঘিরে দেখা যায়নি মাস্ক পরার বাধ্যবাধকতা। অন্যদিকে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন।

হাসপাতালে আসা রোগীরা জানান, বেশিরভাগই এসেছেন জ্বর, সারা গায়ে ব্যথা নিয়ে।

হাসপাতালের কোভিড-১৯ আউসোলেশন ওয়ার্ড ঘুরে দেখা যায়, কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের অধিকাংশই বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। নমুনা পরীক্ষায় কিটের সংকট নেই বলে জানান হাসপাতালটির পরিচালক।

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘আমাদের অক্সিজেন সিলিন্ডার রয়েছে, অক্সিজেন ভিআই প্লান্ট রয়েছে, আমাদের প্রতিটা বেডেই অক্সিজেন লাইন রয়েছে সাথে আমাদের হাইফ্লোনেজাল ক্যালোরা রয়েছে, আরটিপিসিআর ল্যাব রয়েছে এবং টেস্ট ও রেগুলার হচ্ছে।’

ডেঙ্গু ওয়ার্ডেও দেখা যায় ভর্তি রয়েছেন অনেকেই। যারা দেশের ভিন্ন জেলা শহর থেকে এসেছেন। পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতে, প্রয়োজনে স্বাস্থ্য কর্মী বাড়ানোর কথাও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘কোভিডে সাধারণত আমরা দেখি শিশুদের সিবিআর হয় না। কিন্তু এবার জ হবে না এটা আমরা বলতে পারছি না। যেহেতু এই ভ্যারিয়েন্টটা একদমই নতুন। হয়ত আরও কিছুদিন গেলে আমরা বলতে পারবো এটা শিশুদের জন্য কতটা এফেক্টিভ।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দেশে ২ জন মারা গেছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর ১১টি নির্দেশনা দিয়েছে।

ইএ