সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার একটি করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। আজ (সোমবার, ১৬ জুন) সকালে হাসপাতাল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘সংক্রমণ বাড়লে নগরীর এলাকাগুলোকে ঝুঁকি অনুযায়ী বিভিন্ন জোনে ভাগ করা হবে। জনসচেতনতা বাড়াতেও সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করবে।’
এসময় মেয়র অভিযোগ করেন, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী প্রতিরোধক সামগ্রী বাজার থেকে তুলে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি বলেন, ‘রোজার সময় যেভাবে বাজার নিয়ন্ত্রণে আমরা অভিযান চালিয়েছি, এবারও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একইভাবে ব্যবস্থা নেব।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, রোগীর সংখ্যা বাড়লে পাশের ক্যাজুয়ালটি ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হতে পারে। তখন শয্যার সংখ্যা আরো বাড়ানোর প্রয়োজন হবে।