২৪ ঘণ্টায় রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত

ডেঙ্গু ছড়ানো এডিস মশার প্রতীকী ছবি
দেশে এখন
স্বাস্থ্য
0

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ (সোমবার, ৩০ জুন) ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তির ঘটনা। আজ (সোমবার, ৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৪৯ জন ভর্তি হয়েছেন। তবে এদিন কারো মৃত্যু হয় নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে আছেন ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

এএইচ