আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) বরগুনা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫, আমতলীতে ৪, বেতাগীতে ২, বামনাতে ৪, পাথরঘাটায় ১০ এবং তালতলীতে ২ জন রয়েছেন।
জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬৬, তালতলী উপজেলায় ৪৪, বামনা উপজেলায় ৮৯, বেতাগী উপজেলায় ৩৩, আমতলী উপজেলায় ৩৭ এবং পাথরঘাটা উপজেলায় ১৩৬ জন।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন। এর মাঝে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮১, আমতলী উপজেলায় ৫, বেতাগীতে ৩, বামনায় ২০, পাথরঘাটায় ১৩ এবং তালতলী উপজেলায় চিকিৎসাধীন আছেন ১৪ জন।