ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ, অধিকাংশই ঢাকা ফেরত

ময়মনসিংহ মেডিকেল কলেজ
এখন জনপদে
স্বাস্থ্য
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন রোগী। বেশির ভাগই ঢাকা ফেরত। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলেছে ডেঙ্গুর ধরন। এ অবস্থায় সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে উপচেপড়া ভিড়। প্রতিদিনই বাড়ছে সেবাপ্রত্যাশীর সংখ্যা। বেশিরভাগই জ্বর ও ডেঙ্গু আতঙ্কে ছুটে আসছেন হাসপাতালে।

জামালপুরের কাঠ মিস্ত্রি শামিম, কাজের সন্ধানে গিয়েছিলেন চট্টগ্রাম। সেখান থেকেই তীব্র জ্বর, ঠাণ্ডা আর কাশি। প্রথমে জামালপুর হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় দু’দিন হলো ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু আক্রান্ত তিনি। তার মতো অনেকেই ভুগছেন মশাবাহিত এ রোগে।

আরও পড়ুন:

কাঠ মিস্ত্রি শামিম জানান, মশার কামড়ে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তার শরীর ব্যথা, বমি বমিভাব লক্ষণগুলো দেখে বুঝতে পারেন সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। লক্ষণগুলো দেখে সে হাসপাতলে ভর্তি হতে আসেন।।

বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এডিসের জীবাণুর ধরন বদলেছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন ধরেই বন্ধ ডেঙ্গুর বিশেষায়িত ওয়ার্ড। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা আরও বাড়লে ডেঙ্গু ওয়ার্ড ফের চালু করা হবে।

এফএস