প্যারিসে সাফের আয়োজনে দিনব্যাপী বাণিজ্য মেলা

প্যারিসে সাফের আয়োজনে দিনব্যাপী বাণিজ্য মেলা
প্রবাস
1

ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত হলো সাফ আয়োজিত দিনব্যাপী ঈদ বাণিজ্য মেলা। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এ মেলা। বাংলাদেশি পণ্য ও খাবারের স্বাদে মুগ্ধ ভিনদেশিরাও।

ঈদ ঘিরে ফ্রান্সে পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১ জুন) প্যারিসের রিপাবলিক চত্বরে সলিডারিতে আঁজি ফ্রান্স-সাফ আয়োজিত ঈদ বাণিজ্য মেলায় দেশিয় পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। শাড়ি, গয়নার পাশাপাশি ছিল মুখরোচক খাবার ও নানা ধরনের হস্তশিল্প।

উদ্যোক্তাদের মধ্যে একজন বলেন, ‘সাফের এই আয়োজনটা যেটা প্রত্যেক বছর থাকে, সেটা নিঃস্বার্থ আয়োজন।’

মেলার বিশেষ আকর্ষণ ছিল নারী উদ্যোক্তাদের সরব উপস্থিতি। ছিল শিশুদের জন্য খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।

দর্শনার্থীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের যে কৃষ্টি-কালচার, আমাদের যে সংস্কৃতি, সেটা আমরা এখানে তুলে ধরতে পারছি।’

মেলায় রকমারি খাবার ও বাংলাদেশি পণ্যের মান দেখে মুগ্ধ ফরাসি এমপিসহ আগত অতিথিরা।

ফ্রান্স পার্লামেন্ট সদস্য অরেলিয়ান টাচে বলেন, ‘বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের সাথে নতুন করে পরিচিত হতে পেরে সত্যিই আনন্দিত। হস্তশিল্প ও অসাধারণ পোশাক মুগ্ধ করেছে। গোটা আয়োজন সত্যিই প্রশংসনীয়। সবাইকে একীভূত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

আয়োজকরা জানান, প্রবাসে দেশিয় সংস্কৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরা এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ঈদ ঘিরে এমন আয়োজনে কিছুটা হলেও দেশিয় আমেজ পেয়েছেন প্রবাসীরা। ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বর রূপ নেয় এক খণ্ড বাংলাদেশে।

এসএইচ