আরব আমিরাতের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আবুধাবি, দুবাই ও শারজার সঙ্গে আকাশ পথে সরাসরি যোগাযোগ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের। একসময় এই তিনটি গন্তব্যের জন্যে ইকোনমি ক্লাসের টিকিট নিতে ব্যয় হতো ২০ থেকে ৩৫ হাজার টাকা। কিন্তু এই দামে এখন টিকিট পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে আমিরাতমুখী উড়োজাহাজের আকাশচুম্বী দামের কারণে এখন দিশেহারা প্রবাসীরা।
সর্বশেষ অনলাইনে যাচাই করে দেখা গেছে, বুধবারের জন্য দুবাই থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী টিকিট পাওয়া যাচ্ছে ২১ থেকে ২৩ হাজার টাকায়। কিন্তু লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী টিকিটের মূল্য। অথচ ঢাকা থেকে দুবাই আকাশ পথের দূরত্ব মাত্র প্রায় ৩৫ হাজার কিলোমিটার। কিন্তু এরচেয়ে বেশি দূরত্বের কোন কোন গন্তব্য ও পার্শ্ববর্তী দেশের টিকিট মূল্য তুলনামূলক অনেক কম।
আরও পড়ুন:
প্রবাসীরা জানান, এখানে সবাই হাই প্রোফাইল জব করে না। লেবার শ্রেণির লোকও রয়েছে। টিকিটের এত মূল্য তারা বহন করতে পারে না।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অধিকাংশ সাধারণ প্রবাসী ২০-৩০ হাজার টাকা বেতনে চাকরি করেন। স্বল্প বেতনের এই প্রবাসীদের চড়া মূল্যে এ টিকিট ক্রয় করা দুঃসাধ্য ব্যাপার। উচ্চমূল্যের টিকিটের কারণে অনেকে দেশে গিয়েও পড়েছে বিপাকে।
প্রবাসীরা জানান, এগুলোর আইনগত ব্যবস্থা নেয়া দরকার এবং সমাধান করা দরকার। এ সময় টিকিটের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
অভিযোগ আছে, সিন্ডিকেটের দখলে থাকায় এয়ার টিকিটের মূল্য ক্রমাগত বাড়ছে। চড়া মূল্যের টিকিটের কারণে ছুটি কিংবা উৎসবে দেশে ফিরতে না পারা প্রবাসীদের অসন্তোষও বাড়ছে। তাই এই খাতে সরকারি ও প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসীরা।