ওডেসি ওএলইডি জি৬ (জি৬০এসএফ) মূলত ২৭ ইঞ্চির একটি কিউএইচডি ডিসপ্লে। যার রেজোলিউশন ২৫৬০*১৪৪০ পিক্সেল। এতে কিউডি-ওএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে মনিটরের রিফ্রেশ রেট ৫০০ হার্টজ পর্যন্ত পৌঁছায়।
সংবাদমাধ্যমে শুধু রিফ্রেশ রেটের বিষয়টি প্রাধান্য দিলেও, মনিটরটিতে স্যামসাং বেশ কিছু ফিচার যুক্ত করছে, যা মূলত পারফরম্যান্সভিত্তিক গেমারদের জন্য কাজে আসবে। প্যানেলটিতে এএমডির ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো এবং এনভিডিয়ার জি সিঙ্ক সার্টিফিকেশন রয়েছে। যা ভিউয়িং অভিজ্ঞতায় পরিবর্তন আনবে।
এছাড়াও মনিটরটিতে ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ৫০০ স্ট্যান্ডার্ড রয়েছে। যা ডায়নামিক রেঞ্জ বাড়ানোর পাশাপাশি আরো ভালোভাবে কালো রঙ দেখার সুবিধা দেবে।
বার্ন ইন প্রতিরোধে লোগোর মতো স্ট্যাটিক ইমেজ এবং টাস্কবারের কাজ করার সময় মনিটর স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস কমিয়ে নেবে। এছাড়াও এতে ডেডিকেটেড সেফগার্ড প্লাস টেকনোলজি রয়েছে। এছাড়াও মনিটরের সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিটস পর্যন্ত উঠে। এ ডিভাইসে প্যানটোনের ভ্যালিডেশন রয়েছে।
ওডেসি ওএলইডি জি৬ এর দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৪৭ ডলার। এরইমধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়া প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। তবে দক্ষিণপূর্ব এশিয়ার বাইরে অন্যান্য অঞ্চলে কবে নাগাদ মনিটর বাজারজাত করা হবে সে বিষয়ে কিছু জানা যায় নি।