দেশে ফিরেছে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের সিরিজ ‘ড্রয়েডকন বাংলাদেশ’

ঢাকায়  ‘ড্রয়েডকন বাংলাদেশ’ এর সম্মেলন অনুষ্ঠিত
তথ্য-প্রযুক্তি
0

অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে দেশে বছরজুড়ে নানা আয়োজন থাকলেও অ্যান্ড্রয়েড সিস্টেম নিয়ে তেমন কোন আয়োজন চোখে পড়ে না। তবে এবার বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন সিরিজ ফিরেছে বাংলাদেশে। দুই দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। প্রযুক্তি দুনিয়ার ২৫ জন আন্তর্জাতিক বক্তা এই সম্মেলন অংশ বক্তব্য দিয়েছেন।

মোটাদাগে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্ম ব্যবহার করা মানুষই বেশি। এই দুই প্লাটফর্মের পেছনে বিশ্বজুড়ে কত ডেভেলপার কাজ করেন তার কোন নির্ধারিত সংখ্যা নেই। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের পেছনে কাজ করা ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন সিরিজ ড্রয়েডকন আট বছর পর ফিরেছে বাংলাদেশে।

সুন্নাত সিক্স টু নাইনের আয়োজনে দুই দিনব্যাপী এবারের সম্মেলনে অংশ নিয়েছেন ৫ শতাধিক অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রযুক্তি বিশেষজ্ঞ। তাদের জন্য ছিল ১৯ জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের লাইভ সেশন ও ১৮টি টেকনিকাল সেশন।

দুদিনের সম্মেলনে ২০টিরও বেশি কারিগরি সেশনের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার বিষয়ক নানা বিষয় আলোচনা করা হয়েছে। বিভিন্ন বিষয় কি-নোট বক্তৃতা, লাইটনিং টক ও প্রযুক্তিনির্ভর নানান বিষয়ে মুক্ত আলোচনায় দেশের প্রযুক্তিখাত সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। সাথে ছিল গেস্ট প্যানেল, র‌্যাফেল ড্র, কুইজের রেজাল্ট প্রকাশ ও গ্র্যান্ড ক্লোজিং সেরিমনি।

অনুষ্ঠানে কোটলিন মাল্টি প্লাটফর্ম কেএমপি, ফ্লাটার, এআই বেইজড অ্যান্ড্রয়েড টেস্টিং, ক্রস প্লাটফর্ম ইউআই, ক্লিন কোড ও সফটওয়্যার আর্কিটেকচারের মতন জটিল বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। পাইওনিয়াররা তুলে ধরেন ইঞ্জিনিয়ারিং লিডারশিপ, স্টার্টআপ এক্সপেরিয়েন্স, রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের অভিজ্ঞতার কথা।

দেশের প্রেক্ষাপটে কিছুটা ভিন্নধর্মী পেশা কোডার কিংবা ডেভেলপার হওয়া। ড্রয়েডকন টুয়েন্টি টুয়েন্টি ফাইভের স্পন্সররা তুলে ধরেন তাদের এমন আয়োজনে যুক্ত হবার কারণ।

আয়োজনের বিস্তারিত নিয়ে আয়োজক অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের সিনিয়র অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, ‘আমরা চাই বাংলাদেশের নবীন ডেভেলপারদের অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে এগিয়ে আসুক। বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের দেশে তেমন একটা অ্যাপ ডেভলপার নেই। বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার। আমরা এই আয়োজনের মাধ্যমে নবীন ডেভেলপার ও আগামীতে যারা অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়বেন তাদের দক্ষতা বাড়াতে ভূমিকা রাখার চেষ্টা করেছি।’

ইএ