চ্যাটজিপিটির প্রতি প্রশ্নের গড় বিদ্যুৎ খরচ প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা

চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি তার এক ব্লগপোস্টে উল্লেখ করেন, চ্যাটজিপিটির প্রতি প্রশ্নে গড়ে প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়। যা একটি ওভেনের এক সেকেন্ড বা একটি বাল্বের কয়েক মিনিটের ব্যবহারের সমান।

জিপিটি ফোর দিয়ে লেখা একটি ১০০ শব্দের ইমেইলের জন্য এক বোতলের একটু বেশি পানি প্রয়োজন হয়। এ খরচের পরিমাণ মূলত ডেটা সেন্টারের অবস্থানের উপর নির্ভর করে। তবে অল্টম্যান আশাবাদী ২০৩০ এর দশকে শক্তি অনেক সহজলভ্য হয়ে উঠবে।

তখন, ডেটা সেন্টারগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় হলে এআইর খরচ বিদ্যুতের খরচের সমান হয়ে যেতে পারে। এদিকে, গুগল ও মাইক্রোসফট পারমাণবিক শক্তিকে বিকল্প হিসেবে বিবেচনা করছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাইক্রোসফট ‘কনস্টেলেশন এনার্জি’-র সঙ্গে একটি পরিত্যক্ত পারমাণবিক চুল্লি পুনরায় চালুর জন্য ২০ বছরের চুক্তি করে।

গুগলও ‘কাইরোজ পাওয়ার’-এর সঙ্গে চুক্তি করেছে, যা ২০৩৫ সালের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

এএইচ