ক্রোমের সঙ্গে প্রতিযোগিতায় এবার ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই

চ্যাটজিপিটির ওয়েব সার্চ বার
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ওয়েব ব্রাউজারের জগতে প্রবেশ করতে যাচ্ছে ওপেনএআই। অ্যালফাবেটের গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতায় নামতে এবার এআই নির্ভর ব্রাউজার চালুতে কাজ করছে প্রতিষ্ঠান। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রাউজারটি বাজারে আসার কথা রয়েছে। তিনটি সূত্র জানায়, ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতার উন্নয়নে নতুন ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হতে পারে। এর মাধ্যমে ওপেন এআই আরো ভালোভাবে গ্রাহক বা ব্যবহারকারীর তথ্যে দেখতে পারবে। মূলত এ তথ্য ব্যবহার করেই গুগল এগিয়ে গেছে।

বর্তমানে চ্যাটজিপিটির দৈনিক ব্যবহারকারী ৫০০ মিলিয়নের বেশি। প্রযুক্তিবিদদের মতে যদি সব ব্যবহারকারী নতুন এ ব্রাউজার গ্রহণ করে তাহলে সেটি গুগলের ব্যবসায় ভালো চাপ তৈরি করবে।

নতুন ব্রাউজার আনার বিষয়ে অবগত দুটি সূত্র জানায়, নতুন ব্রাউজারে ব্যবহারকারীরা সহজেই চ্যাটজিপিটির সাথে কথোপকথন করতে পারবে। এজন্য আলাদা করে ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে না।

সূত্রের তথ্যানুযায়ী, ব্যক্তিগত ও ভোক্তা পর্যায়ে ওপেনএআইয়ের বিভিন্ন পরিষেবা সবক্ষেত্রে ছড়িয়ে দেয়ার জন্য নতুন ব্রাউজার বাজারজাতে কাজ করছে কোম্পানিটি। তবে এ বিষয়ে ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে শেষ দিকে উদ্যোক্তা স্যাম অল্টম্যানের নেতৃত্ব আত্মপ্রকাশ জয় চ্যাটজিপিটির। প্রাথমিক সফলতার পর গুগল ও অ্যান্থ্রোপিকের সঙ্গে তুমুল প্রতিযোগিতার জড়ায় ওপেনআই।

অন্যদিকে মে মাসে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছিল এটি হার্ডওয়্যার ডোমেইনে প্রবেশ করতে যাচ্ছে। এবং এর অংশ হিসেবে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে আইও নামের এআই ডিভাইস স্টার্টআপ কিনে নেয়।

এএইচ